Lalon Fokir Bangla Bani Quote

Share:

লালন ফকিরের উক্তি


বামন চিনি পৈতা দেখে বামনী চিনি কেমনে রে? ” — লালন ফকির।




কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো — লালন ফকির।




ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার। — লালন ফকির।




প্রেমের কি সাধ আছে বল নিন্দার কাটা যদি না বিধিল গায়ে। — লালন ফকির।




আসবার কালে কী জাত ছিলে, এসে তুমি কী জাত নিলে | — লালন ফকির।




গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কী ক্ষতি হয় লালন বলে জাত কারে কয় এই ভ্রমও তো গেল না । — লালন ফকির।




জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না । — লালন ফকির।




শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভূবনে। — লালন ফকির।

No comments